জাস্টিন ড্রিউ বিবার (ইংরেজীতে: Justin Drew Bieber[5]) (pronounced/ˈbiːbər/(deprecated template) BEE-bər, জন্ম মার্চ ১, ১৯৯৪)[6] একজন কানাডিয় সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক।[1][2][3] বিবার ২০০৯ সালের শেষের দিকে তার প্রথম এক্সটেন্ডেড প্লে মাই ওয়ার্ল্ড মুক্তি দেয়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম স্বীকৃতি লাভ করে। বিবার-ই প্রথম শিল্পী যার প্রথম অ্যালবামের সাতটি গান বিলবোর্ড হট ১০০ তালিকায় স্থান করে নেয়।[7]
জাস্টিন ড্রিউ বিবারের জন্ম কবে হয় ?
Ground Truth Answers: মার্চ ১, ১৯৯৪
Prediction:
জাস্টিন বিবার ১৯৯৪ সালের ১ মার্চ কানাডার অন্টারিওর লন্ডনে জন্মগ্রহণ করেন।[11] বিবারের মা প্যাটি ম্যালেট যখন গর্ভবতী হন, তখন তাঁর বয়স ১৮। বিবারের মা সামান্য বেতনে বিভিন্ন দপ্তরে কাজ করতেন। বিবারের বাবা জেরিমি বিবার পরবর্তিতে আরেক মহিলাকে বিয়ে করেন এবং তাঁর আরও দুই সন্তান হয়।[12][13] বিবারের দাদা ছিলেন কানাডাতে অভিবাসী জার্মান নাগরিক।[14]
জাস্টিন ড্রিউ বিবারের জন্ম কবে হয় ?
Ground Truth Answers: ১৯৯৪ সালের ১ মার্চ১৯৯৪ সালের ১ মার্চ
Prediction: